জুমবাংলা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুই ছাত্রদল নেতার নেতৃত্বে জোরপূর্বক এক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদত্যাগের খবর পাওয়া গেছে।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার নিলক্ষিয়া রূপজাহান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজা মিয়ার সঙ্গে এ ঘটনা ঘটে।
এ সময় (বহিরাগত) বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল সরকার এবং বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাইজিদ আলামিন উপস্থিত ছিলেন।
জানা যায়, দুপুর ১টার দিকে নিলক্ষিয়া রূপজাহান পাইলট উচ্চবিদ্যালয়ে ছাত্র-ছাত্রী, স্থানীয় জনগণ ও বহিরাগত ১০০-১২০ জন মানুষ উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করেন। এ সময় ছাত্রদলের দুই নেতা রাসেল সরকার ও বাইজিদ আলামিনের নেতৃত্বে জোরপূর্বক প্রধান শিক্ষক সুজা মিয়াকে পদত্যাগ করতে বাধ্য করান বলে জানা যায়।
অভিযোগ রয়েছে, নিলক্ষিয়া রূপজাহান পাইলট উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক সুজা মিয়া বিগত সরকারের নির্বাচিত জনপ্রতিনিধির আস্থাভাজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।