স্পোর্টস ডেস্ক: সাফ বিজয়ী নারী ফুটবলারদের ছাদখোলা বাসে নিয়ে রাজধানীতে হবে বিজয় মিছিল। কীভাবে হবে বিজয় মিছিল সে সম্পর্কে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
মঙ্গলবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে নামবেন খেলোয়াড়-স্টাফরা। সেখানে ক্রীড়া মন্ত্রী, সচিব ও বাফুফে কর্মকর্তারা মেয়েদের অভ্যর্থনা জানাবেন। আমরা ওদের ফুল দিয়ে বরণ করে নেব, মিষ্টি মুখ করাব। এরপর ওখানে হয়তো সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং হবে।
আবু নাঈম জানান, বিমানবন্দর থেকে ছাদখোলা বাস চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে কাকলি হয়ে, মহাখালি ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট যাবে। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী, তেজগাঁও, মৌচাক ফ্লাইওভার দিয়ে কাকরাইল যাবে। এরপর ফকিরেরপুল, আরামবাগ, শাপলা চত্বর দিয়ে পৌঁছাবে মতিঝিলের বাফুফে ভববে।
তিনি জানান, ছাদখোলা বাস কনফর্ম করা হয়েছে। ব্র্যান্ডিংয়ের কাজ করা হচ্ছে। বিজয় মিছিলের সময় সাউন্ড সিস্টেমে ফুটবল ও ক্রীড়া বিষয়ক গান বাজবে। মিছিল বাফুফে ভবনে আসলে ফেডারেশন সভাপতি তাদের ফুল দিয়ে বরণ করবেন। সংক্ষিপ্ত ফটোসেশনের পর খেলোয়াড়, স্টাফরা ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নেবেন।
নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতা মেয়েদের নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ‘থিম সং’ তৈরি হচ্ছে বলেও জানান বাফুফের সাধারণ সম্পাদক।
এর বাইরে কোন অনুষ্ঠান করা হবে কিনা সেটা ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে মিলে সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করেন তিনি।
এক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমাদের বীর কন্যাদের বীরোচিত সংবর্ধনা দেওয়া হবে। এজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের অদম্য লড়াকু খেলোয়াড়েরা, যারা আমাদের বহু কাঙ্ক্ষিত স্বপ্নকে আলিঙ্গন করেছে, ছিনিয়ে এনেছে বহুল প্রত্যাশিত বিজয়, সেই সকল স্বপ্নসারথীদের জন্য তৈরি করা হয়েছে ছাদখোলা বাস ‘
তিনি আরও বলেন, দেশের সকল ক্রীড়ামোদী ভাই-বোনদেরকে অনুরোধ জানাচ্ছি আগামীকাল বেলা ২.০০ টায় এয়ারপোর্ট থেকে বাফুফে ভবনের যাত্রাপথে বাংলার বাঘিনীদেরকে সশরীরে অভিনন্দন জানানোর জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।