মারধরের শিকার শাশুড়ি সুফিয়া বেগম পৌর শহরের বাদুরতলী এলাকার একুশে সড়কের মৃত মোসলেম খানের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল খাঁ শাশুড়ির জমিতে জোর করে ঘর তুলে বসবাস করছেন। বিভিন্ন সময় তাকে চলে যেতে বলা হলেও তিনি যাননি বরং ঘরের জমি নিজের নামে লিখে দিতে শাশুড়িকে চাপ প্রয়োগ করেন।
প্রস্তাবে রাজি না হওয়ায় ইসমাইল খাঁ ও তার দুই ছেলে বৃদ্ধ সুফিয়াকে মারধর করেন। এ সময় সুফিয়া বেগমকে বাঁচাতে আসলে তার ছেলে সোহরাব (৩৪) ও ছেলের বউ শাহিদাকেও (২০) মারধর করা হয়।
ঘটনার বিষয়ে সোহরাব বলেন, ইসমাইল খাঁ আমার বড় বোনের জামাই। তিনি কলাপাড়া থানার সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। এর আগে ইয়াবাসহ গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। জেল থেকে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছেন। এ জন্য আমাদের বাড়ি থেকে চলে যেতে বলা হয়। কিন্তু তিনি বাড়ির জমি নিজের দাবি করছেন এবং নিজের নামে লিখে দিতে বলছেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় আমিসহ আমার মা ও স্ত্রীকে মারধর করা হয়েছে। বর্তমানে আমার মা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, বিষটি শুনেছি। অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।