নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলক্রসিং এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসন ও দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সদর মেট্রো থানা জামায়াত। বুধবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ সালাহ উদ্দিন আইউবী। তিনি বলেন, “জয়দেবপুর-রাজবাড়ি এলাকার যানজট শুধু গাজীপুরবাসীর জীবনকে বিপর্যস্ত করছে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে দ্রুত ফ্লাইওভার নির্মাণ ছাড়া বিকল্প নেই।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য ও পূবাইল থানা আমির আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম, সদর মেট্রো থানা নায়েবে আমির আব্দুর রউফ গাজী, মো. জালাল উদ্দিন, সদর মেট্রো ৩০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, সদর মেট্রো থানা ছাত্রশিবিরের সভাপতি মো. সোলাইমান কবির এবং মহানগর ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর মেট্রো থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির অ্যাডভোকেট সাদেকুজ্জামান খান।
মানববন্ধন শেষে ৫ দফা দাবিসমূহ সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে এডিসি জেনারেল ও এডিসি শিক্ষা গ্রহণ করেন। পরে একই দাবিনামা সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষেও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়। দাবিগুলো হলো—
১. শিববাড়ি মোড় থেকে জোড়পুকুর হয়ে হাড়িনাল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ।
২. রেলক্রসিংয়ের দুই পাশের ফুটপাতে থাকা অস্থায়ী বাজার ও ভ্রাম্যমাণ মার্কেট স্থানান্তর এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা।
৩. শিববাড়ি মোড়ে দুর্ঘটনা রোধে ট্রাফিক সিগন্যাল স্থাপন ও সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ নিশ্চিত করা।
৪. ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানসহ অন্যান্য যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনা।
৫. শিববাড়ি মোড় থেকে হাড়িনাল হয়ে হানকাটা ব্রিজ পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও চার লেনে উন্নীত করা।
বক্তারা জানান, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।