জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শারদীয় দুর্গাপুজার নিরাপত্তা নিশ্চিত করতে সকল মণ্ডপে স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) রানা মোহাম্মদ সোহেলের উদ্যোগে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১৮০ টি মণ্ডপের সভাপতি সম্পাদকের হাতে এসব সিসি ক্যামেরা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে স্থানীয় এমপি রানা মোহাম্মদ সোহেল সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সকল মানুষকে শারদীয় দুর্গাপুজার শুভেচ্ছা জানান।
এছাড়াও তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ওসি (তদন্ত) আব্দুর রহিম, উপজেলা জাতীয়পাটির সাধারণ সম্পাদক ছাইদার রহমান বুলু, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক জ্যোতীশ চন্দ্র সরকার।
উপজেলা প্রশাসন এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।