জাপানি দুই শিশুর বিষয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত ২২ জুলাই

japani

জুমবাংলা ডেস্ক : জাপান থেকে আসা শিশুর বিষয়ে বাংলাদেশি বাবা ইমরান শরীফে ও জাপানি মা নাকানো এরিকোর আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি শেষ হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে ২২ জুলাই আদেশের দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

japani

সোমবার (১৫ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

এ বিষয়ে জাপানি মা এরিকোর আইনজীবী মো. শিশির মনির বলেন, জাপানি মায়ের কাছে জাপানে থাকা শিশু জেসমিন মালিকা ও বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকা শিশু লাইলা লিনাকে কোন ব্যবস্থাপনায়, কিভাবে বাবা-মা দেখার অধিকার পাবেন এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

তিনি বলেন, মূলত বড় মেয়েকে দেখার ক্ষেত্রে বাবার রাইট এবং ছোট মেয়েকে দেখার ক্ষেত্রে মার রাইট কিভাবে সমাধান হতে পারে এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ।

আদালতে এরিকোর পক্ষে ছিলেন- সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি ও আইনজীবী মো. শিশির মনির। ইমরান শরীফের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম।

এর আগে বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ত্যাগ করেন জাপানি মা ডা. এরিকো। এতে আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশি বাবা ইমরান শরীফ। তার এ আবেদনের প্রেক্ষিতে গত ১৫ এপ্রিল আপিল বিভাগের চেম্বার জজ আদালত বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ঠিক করেন।

১১ বছর মেয়ের সাথে দেখা হয় না টম ক্রুজের

২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক ডা. এরিকো নাকানো ও বাংলাদেশি আমেরিকান নাগরিক শরীফ ইমরান জাপানি আইনানুসারে বিয়ে করেন। বিয়ের পর তারা টোকিওতে বসবাস শুরু করেন। তাদের ১২ বছরের সংসারে তিনজন সন্তান জন্ম নেয়। এরপর বনিবনা না হওয়ায় দুই মেয়েকে নিয়ে দেশে চলে আসেন ইমরান শরীফ। পরবর্তীতে ২০২১ সালে বাংলাদেশে এসে রিট করেন এরিকো। তখন সুপ্রিম কোর্ট বিষয়টি পারিবারিক আদালতে নিষ্পত্তি করতে বলেন।