সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের নামে আয়োজিত নৌকাবাইচে দুই দলের বাইচালদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় সলপ ইউনিয়নের সোনতলা এলাকায় করতোয়া নদীতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পাবনার আমিনপুর থানার শাড়ির ভিটা এক্সপ্রেস ও উল্লাপাড়ার কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসি অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা দুটি পাশাপাশি আসার পর বাইচালরা ক্ষুব্ধ হয়ে বৈঠা দিয়ে একে অপরকে মারধর শুরু করেন। এতে উভয়পক্ষের ১৭ জন আহত হন। গুরুতর আহত নিউ একতা এক্সপ্রেসের সামছুল (২৮) উল্লাপাড়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া পাবনার আমিনপুর থানার ফরিদ, স্বপ্ন, মধুল ও রাজা নামের বাইচালরাও হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।
নৌকা চাপিয়ে দেওয়ার অভিযোগ করে দুই পক্ষের পরিচালকরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। উল্লাপাড়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক এস এম আল আমিন জানান, ঘটনাস্থলে কমিটির সদস্যরা এবং পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, “সোনতলায় দুটি পানসি পাশাপাশি আসায় গোলযোগ সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।