স্পোর্টস ডেস্ক : দুইটা দলই ভয়ঙ্কর। দুইটা দলই বিশ্বকাপের দাবিদার। তবে এবার বিশ্বকাপে স্পেন শুরুটা করেছে দারুণভাবে। অন্যদিকে জার্মানি প্রথম ম্যাচে হেরে গেছে জাপানের কাছে। তবে এ ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখতে চায় জার্মানরা।
হারলেই বিদায় প্রায় নিশ্চিত এই সমীকরণ নিয়ে মাঠে নেমেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ই গ্রুপের হাইভোল্টেজ এ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন। স্নায়ুচাপের এ ম্যাচে প্রথম একাদশে জোড়া পরিবর্তন এনেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। প্রথম একাদশে নেই সোল্টারবেক এবং কাই হ্যাভার্টজ।
অন্যদিকে এনরিকের তারুণ্যের জয়গান কুড়িয়েছে স্তুতি। প্রথম ম্যাচে ৭-০ ব্যবধানে কোস্টারিকা বধের সুখস্মৃতি নয়। উল্টো আক্রমণাত্মক ঢংয়ে এ ম্যাচেই নকআউট নিশ্চিত করতে চায় লা রোজারা।
জার্মানি একাদশ
ম্যানুয়েল নয়ার (গোলরক্ষক), অ্যান্টনিও রুডিগার, ডেভিড রাম, থিলো কেহরার, জোশুয়া কিমিচ, লিও গোরেৎজকা, সার্জ ন্য়াব্রি, থমাস মুলার, জামাল মুসিয়ালা, নিক্লাস সুলে, ইকে গুন্ডোগান।
স্পেন একাদশ
সাইমন (গোলরক্ষক), রদ্রি, জর্ডি আলবা, ড্যানি কার্ভাহাল, আইমেরিক লাপোর্তে, সের্গিও বুসকেতস, গাভি, পেদ্রি, মার্কো অ্যাসেনসিও, ফেরান তোরেস, ড্যানি ওলমো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।