জালে ধরা পড়ল বিষধর সাপ রাসেলস ভাইপার

জুমবাংলা ডেস্ক : পাবনায় পদ্মা নদীতে জেলেদের চায়না দুয়ারী জালে বিলুপ্তপ্রায় ভয়ংকর ও বিষধর সাপ রাসেলস ভাইপার ধরা পড়েছে। শনিবার দুপুরে এই সাপ ধরা পড়ার পর স্নেক রেসকিউ টিমকে খবর দেওয়া হয়। খবর পেয়ে টিমের সদস্যরা সাপটি উদ্ধার করেন। এর আগে ২০২২ ও ২০২৩ সালে পাবনার এই চরাঞ্চলে বিষধর রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছিল। এছাড়া গত বছর ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা পদ্মার চরে একাধিক রাসেলস ভাইপার সাপ ধরা পড়ে।

অভিজ্ঞ রেস্কিউয়ার ও টিমের সভাপতি রাজু আহমেদ জানান, ফোনে সাপটি ধরা পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিমের সাধারণ সম্পাদক প্রীতম সুর রায়কে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল যান এবং সাপটিকে উদ্ধার করেন।

প্রীতম সুর রায় জানান, রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া হচ্ছে ঠরঢ়বৎরফধব পরিবারের একটি মারাত্মক বিষধর সাপ। যে চারটি সাপের কামড়ে ভারতীয় উপমহাদেশের মানুষেরা বেশি আক্রান্ত হন, সেগুলোর মধ্যে রাসেলস ভাইপার অন্যতম। এদের বিষ মূলত হেমোটক্সিক।

পাবনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, রাসেলস ভাইপার আমাদের দেশের সাপ নয়, এগুলো ভারত থেকে পদ্মা নদী দিয়ে রাজশাহী, কুষ্টিয়া ও পাবনার কিছু অঞ্চলে আসে। এ নিয়ে ভয়ের কিছু নাই। কৃষকদের সতর্কতার সঙ্গে চরে কাজ করার পাশাপাশি সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে।