জুমবাংলা ডেস্ক : সীতাকুণ্ডের পুরোনো জাহাজ ভাঙার একটি কারখানায় বিষাক্ত গ্যাসে মারা গেছেন দুই শ্রমিক।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিরার কাঠগড় এলাকার ডব্লিউ ডব্লিউ শিপ ইয়ার্ড নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিকেরা হলেন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাসুদুল ইসলাম (২২) ও নীলফামারী জেলার ডেমরা থানার দিগন্ত পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২২)।
সীতাকুণ্ড থানার ওসি তদন্ত শামীম শেখ জানান, জাহাজের ইঞ্জিনের পাশের একটি কক্ষের স্টিলের দেয়াল কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিক মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।