জুমবাংলা ডেস্ক : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৩নং জিরতলী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম মিলনকে পরাজিত করে সতন্ত্র প্রার্থী শামসুল আলম লাভলু জয়ী হয়েছেন। তিনি ঘোড়া মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন।
বুধবার (০৫ জানুয়ারী) রাতে সতন্ত্র প্রার্থী শামসুল আলম লাভলু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
উল্লেখ্য, উপজেলার জিরতলী ইউনিয়নে মোট ৭জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিন্দন্দ্বীতা করেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭৫৬ জন। নির্বাচন শুরুর আগে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম মিলন বিজয়ী প্রার্থী সামছুল আলম লাবলুর বিরুদ্ধে অফিসে ককটেল হামলার অভিযোগ আনেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।