আন্তর্জাতিক ডেস্ক : মেয়েকে কামড়ে দিয়েছিল কাঁকড়া। প্রতিশোধ নিতে জীবন্ত সেই কাঁকড়াটিকে খেয়ে ফেলেন তার বাবা। এতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন চীনের ওই ব্যক্তি।
সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে এ ঘটনা ঘটেছে।
খবরে বলা হয়, মেয়েকে কাঁকড়া কামড়া দেওয়ার পরই ৩৯ বছর বয়সী লু সেটিকে জীবন্ত খেয়ে ফেলেন। এ ঘটনার দু মাস পর পিঠে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন লু। প্রাথমিক পরীক্ষায় তার বুক, পেট, লিভার এবং পাচনতন্ত্রে সমস্যা পাওয়া যায়। তবে চিকিৎসকরা নিশ্চিত হতে পারছিলেন না যে কীভাবে এমনটি হতে পারে। পরে এ বিষয়ে লুকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ নিয়ে চিকিৎসক কাও কিয়ান বলেন, আমরা বারবার তাকে জিজ্ঞেস করতাম যে সে কখনো অস্বাভাবিক কিছু খেয়েছে কি না যাতে অ্যালার্জি হতে পারে। তিনি সবাইকে বললেন, না। পরে লুর স্ত্রী জীবন্ত কাঁকড়া খাওয়ার ঘটনাটি চিকিৎসকদের জানান।
কাও কিয়ান আরও বলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কেন আপনি খেলেন? পরে তিনি জানিয়েছেন যে প্রতিশোধ নিতেই তিনি জীবন্ত কাঁকড়া খেয়েছেন।
পরে ডাক্তাররা লুর রক্ত পরীক্ষা করে দেখেন জীবন্ত কাঁকড়া খাওয়ায় তিনটি পরজীবী দ্বারা সংক্রমিত হয়েছেন তিনি। গত সোমবার (২৪ অক্টোবর) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন লু।
দ্য টেলিগ্রাফের মতে, চীনজুড়ে কাঁকড়া খাওয়া খুব সাধারণ ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রে এটি রান্না করে খাওয়া হয়। তবে কিছু অঞ্চলে, বিশেষ করে পূর্ব চীনে কাঁচা কাঁকড়া খাওয়া হয়।
এর আগে ২০২০ সালে চীনের হ্যাংজুতে একই রকম একটি ঘটনা ঘটেছিল। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, তখন একজন নারী ৩০টি কাঁচা কাঁকড়া খাওয়ার পর ছয় মাস ধরে ফুসফুসে তরল জমা এবং শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।
খাদ্য সংকট কমাতে রাশিয়াকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান ইইউ’র
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।