কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবি শিক্ষার্থী জাকির হোসাইন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার বিআরবি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত সে অচেতন অবস্থায় রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (১০ ব্যাচের) শিক্ষার্থী।
জাকিরের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামে। পরিবারের পাঁচ ভাইদের মধ্যে সে সবার ছোট। বাবা পল্লী চিকিৎসক, মা গৃহিণী।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, জাকিরের জ্ঞান ফেরাটা জরুরি। চিকিৎসা ও আনুষঙ্গিক খরচসহ অন্তত ৪০ লক্ষ টাকা খরচ হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব তার মূল চিকিৎসা করাতে হবে অন্যথায় তাকে বাঁচানো সম্ভব হবে না।
জানা যায়, কয়েকদিন আগে জাকির অসুস্থ হয়। ডাক্তারের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরে জানানো হয় সে ‘হেপাটাইটিস-বি’ আক্রান্ত হয়ে লিভার সিরোসিসে ভুগছে।
এদিকে আইসিইউতে অবস্থানসহ অন্যান্য খরচ বাবদ জাকিরের জন্য প্রতিদিন অন্তত ৬০ হাজার টাকা লাগছে।
এত টাকা সংগ্রহ ও চিকিৎসা বাবদ মোটা অঙ্কের অর্থ ব্যয় করা জাকিরে পরিবারের পক্ষে অসম্ভব।
জাকিরের সহপাঠী মো. কবির হোসেন বলেন, আমার বন্ধু জাকিরকে সব সময় হাসি দিয়ে কথা বলতে দেখেছি, কিন্তু আজ তাকে এভাবে মৃত্যুর সাথে লড়াই করতে দেখা কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না। জাকিরের চিকিৎসার জন্য প্রায় ৪০ লক্ষ টাকার মতো প্রয়োজন। টাকাটা যতো দ্রুত জোগাড় হবে চিকিৎসা তত সহজতর হবে। এতো টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব না। তাই প্রয়োজন আপনাদের সাহায্য এবং সহমর্মিতার দৃষ্টি।
তার পরিবার ও সহপাঠীরা হাত বাড়িয়েছে সমাজের বিত্তবানসহ সব পেশার মানুষের কাছে। সবার সহযোগিতায়-ই ফিরে আসতে পারে জাকির।
আপনিও সহযোগিতা করতে পারেন। বিকাশ নম্বর: ০১৭৬৪৫১৮৪৭০(পার্সোনাল), ০১৬৮৮৩১৫২৮৮(পার্সোনাল);
রকেট: ০১৮৪৬৬৮২৪৩৬২, ০১৮৪৫৭১০৭১২১
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।