
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের প্রস্তাব নিয়ে আজ (সোমবার) উপদেষ্টা পরিষদ বৈঠকে বসেছে। বৈঠক সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সকাল ১০টার আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বেলা সাড়ে ১২টায় করবী হলে সাংবাদিকদের ব্রিফিং দেওয়া হবে।
রাজনৈতিক দলে ভিন্নমত রয়েছে: জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জানিয়েছে, যেকোনো দিন গণভোট হতে পারে। অন্যদিকে জামায়াত ও তাদের জোটবদ্ধ ৮ দল দাবি করছে, নভেম্বরেই এটি আয়োজন করা উচিত। বিএনপি নেতারা বলছেন, সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট আয়োজন করলে তাদের আপত্তি নেই।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, গণভোট সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কাছ থেকে আসবে।
২২তম দিনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান, জাতীয়করণের দাবিতে আন্দোলন অব্যাহত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



