স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম শুরু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হওয়া এই নিলাম চলবে রবিবারও। এবারের নিলামে আপাতত অবিক্রিত রয়েছেন দেশ সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।
হার্শাল প্যাটেলকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে বেঙ্গালুরু।
ভিত্তি মূল্য ৭৫ লাখ হলেও দিপক হুডাকে দলে পেতে ৫ কোটি ৭৫ রুপি খরচ করেছে লক্ষ্ণৌ। এই সেট থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে কাড়াকাড়ি চলাকালীন হঠাৎ ফ্লোরে লুটিয়ে পড়েন অকশোনার (উপস্থাপক) হাগ এডমেডেস।
এরপরই নিলামের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে, এখনো নিলাম বন্ধ রয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় ফের নিলাম শুরু হবে বলে আশা করা হচ্ছে। এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পাঁচবার ম্যাচসেরা হয়েও অবিক্রিত সাকিব। নিলামে তার নাম উঠার পর এই অলরান্ডারকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কেউই। কলকাতা দলে ভিড়িয়েছে গত কয়েক মৌসুমে তাদের হয়ে খেলা প্যাট কামিন্সকে। অজি ক্রিকেটারের দাম উঠেছে সাত কোটি ২৫ লাখ রুপি।
সাকিব ছাড়াও এবারের নিলামে নাম রয়েছে আরো চার বাংলাদেশি ক্রিকেটারের। তারা হলেন মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।