জুমবাংলা ডেস্ক : সদ্য প্রয়াত ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন হাজারীর কুলখানির আয়োজন করা হয়েছে। এ জন্য প্রায় দশ লাখ টাকা দিয়ে ১২টি গরু কিনেছেন সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী।
রবিবার (৯ জানুয়ারি) নিজ অর্থায়নে গরুগুলো কেনেন তিনি। এরপর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও প্যান্ডেল তৈরির জায়গা দেখতে ফেনী শহরের মাস্টার পাড়ায় হাজারী বাড়িতে আসেন। এ সময় মরহুম জয়নাল হাজারীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী জানান, আগামী ২২ জানুয়ারি প্রয়াত নেতা জয়নাল হাজারীর কুলখানি। অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। যতক্ষণ মানুষ আসবে ততক্ষণ ভোজ দেওয়া হবে। এ জন্যে ১২টি গরু কেনা হয়েছে। বেশ কয়েকটি গরু আগাম এনে রাখার ব্যবস্থা করা হবে। খেতে এসে কেউ ফিরে যাবে না।
উল্লেখ্য, রাজনৈতিক জীবনের পুরো সময় আলোচনা-সমালোচনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী। জেলা পর্যায়ের নেতা হয়েও এক সময় জাতীয় রাজনীতিতে আলোচনায় ছিলেন। কিন্তু দল ক্ষমতায় থাকলেও গত ১০ বছর রাজনৈতিকভাবে ছিলেন অনেকটা ‘নিঃস্ব’।
জয়নাল হাজারী ১৯৪৫ সালের ২৪ আগস্ট ফেনী শহরের সহদেবপুরের হাবিবুল্লাহ পণ্ডিতের বাড়িতে জন্ম নেন। গেলো বছরের ২৭ ডিসেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।