জুমবাংলা ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় জয়পুরহাটে ৫০৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৭ম দিনের মতো লকডাউনে জেলার সকল শপিংমল, নিউমার্কেটসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।
সরকারের ঘোষিত লকডাউন ও বিধি নিষেধ পালনের বিষয়ে জেলার পাঁচ উপজেলা শহর, শহরতলীসহ প্রত্যন্ত ইউনিয়ন পর্যায়ে থাকা হাটবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় মানুষকে ঘরে থাকার আহবান জানাচ্ছেন মোবাইল টিমের সদস্যরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরাও শহরের গুরুত্ব পূর্ণ সড়ক গুলোতে টহল পরিচালনা করছেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ না মানা বিশেষ করে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়া দোকান খোলা এসব কারণে গত ৬ দিনে জেলা শহরসহ পাঁচ উপজেলায় ৫০৩ টি মামলায় ৩ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আরাফাত হোসেন। জেলা পুলিশের সদস্যরাও শহর ও শহরতলীর মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে লকডাউন পালনে সহায়তা করছেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।