নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় ওয়াশিংয়ের বর্জ্য ফেলে নদীর পানি ও পরিবেশ দূষণের দায়ে একটি জিন্স ওয়াশিং কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ জুলাই) গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় পোশাক কারখানার ওয়াশিংয়ের বর্জ্য পেলে নদীর পানি ও পরিবেশ দূষণের দায়ের একটি পোশাক কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি জানান, ঢাকা ওয়াশ লিঃ নামক জিন্স ওয়াশিং কারখানার ইটিপি বন্ধ রেখে ওয়াশিং কার্যক্রম এর মাধ্যমে তুরাগ নদ দূষণ করায় ৫০ হাজার টাকা জরিমানা এবং দ্রুত ইটিপি মেরামত সম্পন্ন করে কারখানা চালু করার নির্দেশ প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন গাজীপুর আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।