নিজস্ব প্রতিবেদব, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় কাজ করতে গিয়ে গরম পানিতে দগ্ধ হয়েছেন দুই শ্রমিক। রোববার (৩ আগস্ট) বিকেলে টঙ্গীর ভাদাম বাজার এলাকার তামিশনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইটাফিল ডাইং অ্যান্ড ওয়াশিং অ্যাকসেসরিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন কারখানার ডাইং অ্যান্ড ওয়াশিং বিভাগের অপারেটর মোহাম্মদ হাসান (৪০) ও সহকারী অপারেটর খোকন মিয়া (৩৫)। দুর্ঘটনার পর তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
কারখানা সূত্রে জানা যায়, বিকেলে ওয়াশিং সেকশনে কাজ করার সময় অসাবধানতাবশত ওয়াশিং মেশিনের ভেতরে থাকা গরম পানি গায়ে পড়ে গুরুতর দগ্ধ হন তাঁরা। পরে সহকর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ সজল বলেন, ‘এটি নিছক একটি দুর্ঘটনা। এখানে কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল না। আহতদের চিকিৎসাসহ সব ব্যয় কারখানাই বহন করবে।’
তবে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান অভিযোগের সুরে জানান, ‘ঘটনাটি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কারখানা কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর মাত্র পাঁচ দিন আগে, গত মঙ্গলবার, একই কারখানার ওয়াশিং অপারেটর আবদুল কুদ্দুস একই ধরনের দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।