আইরিশ শিবিরে শরিফুলের পর এবাদাতের আঘাত
স্পোর্টস ডেস্ক : একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। সাদা পোশাকে অল্পবিস্তর সুযোগ পাওয়া সফরকারীদের বেশি শক্তভাবেই নিয়েছে বাংলাদেশ।
শুরুতে আঘাত হানে শরিফুল। আইরিশ ব্যাটার মারে কমিন্স ফেরান মাত্র ৫ রানে। এর পর এবাদাত ফেরান জেমস ম্যাককলাম। তার সংগ্রহ ছিল মাত্র ১৫ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ ১০.২ ওভারে ২ উইকেটে ২৭ রান।
মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। তিন পেসারের সঙ্গে স্বাগতিক একাদশে রয়েছেন তিন স্পিনার। খালেদ আহমেদ, এবাদত হোসেনের পাশাপাশি একাদশে রয়েছেন শরিফুল ইসলামও।
সর্বশেষ ২০১৪ সালে দেশের মাটিতে তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সে টেস্টে খেলেছিলেন রবিউল ইসলাম, আল-আমিন হোসেন ও রুবেল হোসেন। ২০১৮ সালেও তিন জন পেসার খেলেছিলেন, তবে তৃতীয় পেসার ছিলেন অলরাউন্ডার আরিফুল হক।
স্পিন আক্রমণেও রয়েছেন তিনজন। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে একাদশে রয়েছেন তাইজুল ইসলামও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।