স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারতে হয়েছে পাকিস্তানের বিপক্ষে।
এবার দ্বিতীয়টিতে লড়তে হবে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হতে যাওয়া এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নামতে হবে বাংলাদেশকে। এই ম্যাচে নেতৃত্বে ফিরেছেন সাকিব আল হাসান।
নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের পরিসংখ্যান মোটেই সুখকর নয়। মোট ৩৪টি ম্যাচে মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক টেস্ট জয় ছাড়া বাকি সব ম্যাচে হেরেছে বাংলাদেশ।
কিউইদের বিপক্ষে টাইগার একাদশে এসেছে ২টি পরিবর্তন। রান খড়ায় ভুগতে থাকা সাব্বির রহমানকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে ফর্মহীনতায় থাকা মোস্তাফিজকেও বাদ দেওয়া হয়েছে একাদশ থেকে। সাব্বিরের পরিবর্তে একাদশে ঢুকেছেন নাজমুল হাসান শান্ত। এছাড়া মোস্তাফিজের পরিবর্তে ঢুকেছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
ক্লান্তির কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে না খেলা সাকিব আল হাসান আজ দলে ফিরেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।