স্পোর্টস ডেস্ক : স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে মাঠে গড়িয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৫৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে লঙ্কানরা।
দ্বিতীয় ইনিংসে শিশিরের ভূমিকা থাকবে, তাই টস হেরে খুশিই হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে শান্তর দুশ্চিন্তা বাড়িয়ে শ্রীলঙ্কাকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও অভিষকা ফার্নান্দো। প্রথম পাওয়ারপ্লের প্রায় সবটুকু জুড়ে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নেন দুই লঙ্কান ওপেনার। ১০ম ওভারের ৫ম বলে সজঘরে ফেরেন অভিষকা, ৩৩ বলে ৩৩ রান করে। বাংলাদেশকে বহুল প্রতীক্ষিত ব্রেক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব। একই স্পেলে পরের ওভারে পাথুম নিসাঙ্কাকে শিকার করেন, ২৮ বলে ৩৬ রান করে নিসাঙ্কা বিদায় নেওয়ার পরপরই সাকিবের তৃতীয় শিকার হয়ে সাজঘরের পথ ধরেন সাদিরা সামারাউইকরামা।
৮৪ রানে ৩ উইকেট হারিয়ে লঙ্কানরা চাপে পড়ে যায়। চতুর্থ উইকেটে অধিনায়ক কুশল মেন্ডিস ও চারটি আসালঙ্কা দেখেশুনে খেললে রান রেটে একটু পিছিয়ে পড়ে সফরকারীরা। ৩৭ বলে ১৮ রানের মন্থর ইনিংস খেলে আসালঙ্কা বিদায় নিলে কুশলের সাথে দলের হাল ধরেন জানিথ লিয়ানাগে।
শেষ ১০ ওভারে হুট করে ম্যাচ মোড় নেয় বাংলাদেশের দিকে। ৭৫ বলে ৫৯ রান করে কুশল সাজঘরে ফিরলে এক লিয়ানাগে ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারছিলেন না। দারুণ কামব্যাক করে তাসকিনও শিকার করেন তানজিমের মতো তিনটি উইকেট। সমান সংখ্যক উইকেট পান শরিফুল ইসলামও। ৬৯ বলে ৬৭ করে লিয়ানাগে বিদায় নিলে শেষপর্যন্ত ৪৮.৫ ওভারে ২৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।