স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলে তিন দুঃসংবাদ জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়কে আরও তেতো করে দেয়।
শুক্রবার হারারেতে চোট পেয়েছেন দলের অন্যতম তিন তারকা- লিটন দাস, মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম।
এশিয়া কাপকে সামনে রেখে বিষয়টি দুশ্চিন্তার কালো মেঘে ঢেকে দেয় বাংলাদেশ ক্রিকেট।
জিম্বাবুয়ের ইনিংস শুরুর আগেই জানা যায়, হ্যামস্ট্রিং ইনজুরির কবলে ব্যাটার লিটন দাস। সফর থেকে ছিটকে গেছেন। শঙ্কা রয়েছে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ারও।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ সানিও সে কথাই নিশ্চিত করলেন। তিনি জানালেন, ‘লিটনের হ্যামস্ট্রিংয়ে “গ্রেড টু মাসল স্ট্রেইন” দেখা গেছে। এ ধরনের চোট থেকে সেরে উঠছে সাধারণত ৩-৪ সপ্তাহ লাগে। ফলে এ সিরিজে তাকে পাচ্ছি না আমরা।’
সে অর্থে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। লিটনের সেরে উঠতে চার সপ্তাহ লাগলে তাঁর এ টুর্নামেন্টে খেলা শঙ্কার মুখেই পড়বে।
এ তো গেল লিটনের বিষয়টি, সফর থেকে কি মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আর পেসার শরীফুল হাসানও ছিটকে গেছেন?
হারারেতে হারা ম্যাচে চোট পেয়ে ফিল্ডিংয়ে নামেননি মুশফিক। শরীফুল একবার স্ট্রেচারে করে উঠে গিয়ে ফিরে আসলেও আবার উঠে যান।
তবে এ দুজনের চোটের বিষয়ে আশার বাণী শোনালেন ফিজিও মুজাদ্দেদ। তাদের চোট লিটনের মতো গুরুতর নয়।
মুজাদ্দেদ বলেছেন, মুশফিকুর রহিমের চোট বৃদ্ধাঙ্গুলিতে, খুব বড় ধরনের মনে হচ্ছে না। আর শরীফুল তাৎক্ষণিক আঘাত থাকার কারণে অবশ বোধ করছিল, আশা করছি কালকের মধ্যে ভালো খবর দিতে পারব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।