আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে চলছে বিয়ের মরশুম। নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে কোনও পক্ষই চেষ্টার এতটুকুও ত্রুটি রাখে না। বর্তমানে থিম ভিত্তিক বিয়ের প্রচলন দেখা যাচ্ছে। কেউ রথ নিয়ে বিয়ের আসরে আসছেন, কোনও বর আবার বুলেট নিয়ে হাজির হচ্ছেন বিয়ে বাড়িতে। কিন্তু এখন অনেককে তাজ্জব করে হেলিকপ্টারে করেই বিয়ে বাড়িতে হাজির হচ্ছেন বর।
কিন্তু এবারে ব্যাপার হল, সত্যিকারের হেলিকপ্টার ভাড়া করা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। এমন পরিস্থিতিতে একটি গাড়িকেই হেলিকপ্টার বানিয়ে ফেললেন বিহারের এক ব্যক্তি। তিনি একটি Tata Nano গাড়িকে হেলিকপ্টারের আকারে বদলে ফেলেছেন।
ভাড়া পাওয়া যেতে পারে হেলিকপ্টার : বিহারের বাগাহারের গুড্ডু শর্মা নামে এক বাসিন্দা 2 লাখ টাকা খরচ করে ন্যানো গাড়িকে হেলিকপ্টার বানিয়েছেন। সেন্সর ব্যবহার করে গাড়িতে এই পরিবর্তন এনেছে তিনি। এখন সেই হেলিকপ্টার বিয়ের জন্যও বুক করেছে অনেক বরপক্ষরা। এখনও পর্যন্ত 19 জন বিয়ের জন্য এটি বুক করেছে। কেউ যদি এটি ভাড়ায় নিতে চায়, তবে সেক্ষেত্রে ১৫,০০০/- টাকায় ভাড়া দেওয়া হয়।
এ প্রসঙ্গে মেকানিক কী বললেন?
মেকানিক গুড্ডু শর্মা জানিয়েছেন, ডিজিটাল ভারতের যুগে, তাঁর এই আবিষ্কারটি আত্মনির্ভরতার একটি জ্বলজ্যান্ত উদাহরণ। সে জানিয়েছে, এমন একটি হেলিকপ্টার তৈরিতে দেড় লাখ টাকার বেশি প্রয়োজন। তবে এটিকে হাই-টেক লুক দিতে প্রয়োজন হবে 2 লাখ টাকারও বেশি।
এর আগেও এক ব্যক্তি এমন কাজ করেছেন
গুড্ডু শর্মার আগে অবশ্য এমন কাজ করেছেন আরও এক ব্যক্তি। তিনি চাপড়া জেলার বাসিন্দা মিথিলেশ প্রসাদ। তিনিও তাঁর টাটা ন্যানো গাড়িটিকে হেলিকপ্টার বানিয়েছেন। তাঁর এই কাজ করতে সময় লেগেছে সাত মাস। এই হেলিকপ্টারটি তৈরি করতে তাঁর খরচ হয়েছে 7 লাখ টাকা। এত টাকা খরচ হলেও এমন ভাবার কোনও কারণ নেই, যে এটি উড়তে পারে। আসলে এই গাড়িটিকে দারুণ ভাবে মডিফাই করেছেন মিথিলেশ।
আসলে হেলিকপ্টারের আদল দেওয়া হলেও এই হেলিকপ্টার দুটির কোনওটিই কিন্তু উড়তে পারে না। তবে দুটির মাথাতেই ফ্যান রয়েছে, সেগুলি ঘোরেও। ভিডিয়োতে দেখা গিয়েছে গাড়ির সামনেটিকে আরও একটি ছুঁচালো করে সেটিকে হেলিকপ্টারের মুখের আকৃতি দিয়েছে গুড্ডু। আর ন্যানো গাড়ির ভিতরটিকে বানানো হয়েছে ‘হেলিকপ্টারের পাইলট’-এর বসার জায়গা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।