স্পোর্টস ডেস্ক : আফগানিস্থানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেট হারানোর পর আফিফ-মিরাজে ভর করে জয় পায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে বড় জয়ের পর হেরে যায় শেষ ওয়ানডেতে।
এবার পালা দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের। ম্যাচগুলো হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজের টিকেট ম্যাচের আগের ও ম্যাচের দিন পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি সিরিজের টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ইস্টার্ন গ্যালারির, ১০০ টাকা। এছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ডের ১৫০, ক্লাব হাউজের ৩০০, ভিআইপি স্ট্যান্ডের ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা।
আগামী ৩ ও ৫ মার্চ হবে দুটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচগুলো। করোনা বিধি-নিষেধ উঠে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি দর্শকের জন্য পুরো উন্মুক্ত থাকছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।