জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে শিশুটির পরিবারের আরও অন্তত চার সদস্য। খবর ইউএনবি’র।

Advertisement
মঙ্গলবার সকালে টেকনাফ পুরাতনপাড়া ২ নং ওয়ার্ড কোয়েল মসজিদের পশ্চিম পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই এলাকার মো. মুন্নার ছেলে মেহেদী হাসান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নয়াপাড়া শালবন রোহিঙ্গা ক্যাম্পে অতি বৃষ্টির ফলে মাটি ধসে তিন পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বর্ষণের ফলে টেকনাফে পাহাড়ের পাদদেশের বসতঘরগুলো চরম ঝুঁকিতে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


