
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। শনিবারের এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও ২২ জন।
বিবিসি জানায়, হামলার আগে পুলিশ এবং এফবিআইকে ফোন করে বন্দুকধারী এবং তার সহযোগী।
ওডেসা পুলিশ চিফ মাইকেল গার্কি জানান, বন্দুকধারী এবং তার সহযোগী ঘটনার আগে জরুরি নম্বর ৯১১ এ ফোন দিয়েছিল। কিন্তু পুলিশ আসার আগেই ওই স্থান ত্যাগ করে তারা।
পরে ওডেসা আর মিডল্যান্ড শহরের মধ্যে গাড়ি চালাতে চালাতে মানুষজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে বন্দুকধারী।
পুলিশ জানিয়েছে, হামলা শুরুর পরেই মিডল্যান্ড মহাসড়কে একটি গাড়ি থামাতে যান পুলিশের কর্মকর্তারা।
তখন ওই গাড়ির চালক পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের ডাক সেবা বিভাগের একটি ভ্যান গাড়ি চুরি করে চালাতে শুরু করে এবং মানুষজনকে এলোপাতাড়ি গুলি করতে থাকেন।
তবে ওডেসার একটি সিনেমা হলের সামনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হন। তবে তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে খুঁজছে পুলিশ
কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ৩৬ বছর বয়সী সেথ অ্যারন অ্যাটর একটি ওয়েলফিল্ড ইকুইপমেন্ট সার্ভিসে কাজ করতেন। অতিরিক্ত কাজের চাপে হতাশাগ্রস্ত হয়ে এ হামলা চালায় সে।
ঠিক চার সপ্তাহ আগে টেক্সাসের আরেকটি শহর এল পেরোতে একজন বন্দুকধারীর হামলায় ২২ জন নিহত আর ২৪ জন আহত হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


