স্পোর্টস ডেস্ক :বিপিএলে টানা চার ম্যাচে অপরাজিত থাকা খুলনাকে হারিয়ে হেট্রিক হারের পর জয়ের দেখা পেয়েছে বরিশাল। চলতি বিপিএলে এটি খুলনার প্রথম হার।
সিলেটে টস হেরে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ৪২ রান তুললেও ২ উইকেট হারিয়ে বসে খুলনা। তৃতীয় উইকেট জুটি জমাতে পারেননি পারভেজ হোসেন ও মাহমুদুল হাসান।
২৮ রানের এই জুটি ভাঙার পর দলীয় ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে খুলনা। এরপর নাহিদুলও দ্রুত আউট হলেও ব্যাট হাতে ঝড় তোলেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নেওয়াজ। শেষ ৪ ওভারে এই দুই পাকিস্তানি তোলেন ৬৭ রান।
খুলনার দেওয়া ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বরিশালের শুরুটাও ভালো হয়নি। আহমেদ শেহজাদ আজ আর রানের খাতা খুলতে পারেননি। আরেক ওপেনার তামিম ইকবাল আউট হন ২০ রান করে। সৌম্য-মুশফিক জুটি জয়ের আশা দেখাচ্ছিল বরিশালকে। কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেননি তারা। সৌম্য ২৬ রান আর মুশকিল ২৭ রানে সাজ ঘরে ফেরেন।
১৬ ওভারে ১০২ রানে ৫ উইকেট হারানো বরিশালের হাল ধরেন শোয়েব মালিক ও মেহেদি মিরাজ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। সোহেব মালিকের ঝড়ো ব্যাটিংয়ে এক বল বাকি থাকতে জয় পায় বরিশাল। মালিক ২৫ বলে ৪১ ও মিরাজ ১৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।
৪১ রানের সাথে ২ টি উইকেট স্বীকার করে ম্যাচ সেরা হন শোয়েব মালিক। খুলনার হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট নেন ফাহিম আশ্রাফ।
এর আগে টসে জিতে খুলনাকে ব্যাট করতে পাঠায় বরিশাল। দলীয় ১৬ রানে খুলনার অধিনায়ক এনামুল হক বিজয় আউট হলেও বড় সংগ্রহের আশা দেখাচ্ছিলেন পারভেজ হাসান ইমন। কিন্তু বাংলাদেশি এই ব্যাটার ২৪ বলে ৩৩ রান করে কাটা পড়েন সোহেব মালিকের বলে। তারপর একের পর এক উইকেট হারাতে থাকে খুলনা। ৮৮ রানে ৭ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। সেখান থেকে দুই পাকিস্তানি অলরাউন্ডারের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের সংগ্রহ পায় খুলনা। বরিশালের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন শোয়েব মালিক এবং তাইজুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।