আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে মোহালি টেস্টে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সাড়ে চার বছর পর টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন তিনি।
আজ বুধবার (৯ মার্চ) র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালানাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন জাদেজা। তার উত্থানে শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে গেছেন জেসন হোল্ডার। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই পেস বোলিং অলরাউন্ডার।
জাদেজার রেটিং পয়েন্ট এখন ৪০৬, হোল্ডারের ৩৮২। ইংল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টে ভালো পারফর্ম করে রেটিং বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে হোল্ডারের সামনে।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো শীর্ষে উঠলেন জাদেজা। ২০১৭ সালের অগাস্টে এক সপ্তাহের জন্য চূড়ায় ছিলেন ভারতের এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার।
এদিকে দুই থেকে তিনে নেমে গেছেন তার স্বদেশি রবিচন্দ্রন অশ্বিন। যথারীতি চার নম্বরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ছয়ে নেমে যাওয়ায় পাঁচে উঠেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।
ভারতের ইনিংস ব্যবধানে জয়ের টেস্টে একমাত্র ইনিংসে সাত নম্বরে নেমে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেন জাদেজা। দলটির হয়ে সাত বা এর নিচে নেমে সর্বোচ্চ রানের ইনিংস এটি। আগের রেকর্ড ছিল কপিল দেবের ১৬৩ রান।
পরে বল হাতে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে জাদেজা গড়েন আরেক কীর্তি। একই টেস্টে ব্যাটিংয়ে ১৫০ বা এর বেশি রানের ইনিংস ও বোলিংয়ে ইনিংসে ৫ উইকেট নেওয়া ষষ্ঠ ক্রিকেটার তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন তিনি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৫৪ থেকে উঠে এসেছেন ৩৭ নম্বরে।
ওই ম্যাচ দিয়ে দুই ধাপ এগিয়েছেন ক্যারিয়ারের শততম টেস্ট খেলা কোহলি। একমাত্র ইনিংসে ৪৫ রান করা সাবেক ভারত অধিনায়ক আছেন পাঁচ নম্বরে। এক ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন ৯৬ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা কিপার-ব্যাটসম্যান ঋশাভ পান্ত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ক্যারিয়ার সেরা ৬৩তম স্থানে আছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। আর ১০ ধাপ এগিয়ে ১২ নম্বরে আছেন প্রথম ইনিংসে ১৮৫ রানের ইনিংস খেলা দেশটির সাবেক অধিনায়ক আজহার আলী।
২৭ ধাপ এগিয়ে ৬৭তম স্থানে আছেন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা পাকিস্তানের আরেক ওপেনার আবদুল্লাহ শফিক। একমাত্র ইনিংসে ১০ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ধরে রেখেছেন শীর্ষস্থান। তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৯৩৬। ছয় ধাপ এগিয়ে ২৪তম স্থানে আছেন নম্বইয়ের ঘরে আউট হওয়া আরেক ব্যাটসম্যান উসমান খাওয়াজা। গত তিন বছরে তার সেরা অবস্থান এটি।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন যথারীতি অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে অপরাজিত ৫৯ রানের ইনিংসে আফগানিস্তানের জয় নিয়ে ফেরা ওপেনার হযরতউল্লাহ জাজাই ছয় ধাপ এগিয়ে ১৩ নম্বরে আছেন। এখানে শীর্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
এই সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে চূড়ায় আছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।