স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে বিদেশি দর্শক ছাড়াই এবার অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক।
শনিবার অলিম্পিক আয়োজক কমিটি এক বিবৃতিতে জানায়, বিদেশি নাগরিক যারা অলিম্পিক ও প্যারালিম্পিকের টিকেট কিনেছেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ, টোকিও গভর্নর ইউরিকো কোয়িকেসহ পাঁচ পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত বছর টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল। তবে বিশ্বজুড়ে ভয়াবহ করোনা দেখা দিলে আসরটি এক বছর পিছিয়ে দেওয়া হয়। স্থগিত করা হয় প্যারালিম্পিকও।
প্রসঙ্গত, আগামী ২৩ জুলাই নতুন সূচিতে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞটি। যেখানে শেষ হবে ৮ অগাস্ট। প্যারালিম্পিক শুরু হবে ২৪ অগাস্ট, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।