নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে পার্কিংয়ে আপত্তি জানানোর কারণে প্রথমে গাড়িচাপা দিয়ে হাইওয়ে পুলিশের সদস্যদের হত্যা চেষ্টা ও পরে তাদের ওপর হামলা করেছে ট্রাক চালকেরা। এ ঘটনায় মারুফ হোসেন (২৪) নামে এক ট্রাক হেলপারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার কয়েন এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে। আটক মারুফ কুষ্টিয়া জেলার ভেড়ামারা সদরের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও হাইওয়ে থানার তথ্যমতে, কয়েন সাদিয়া ফিলিং স্টেশনের সামনে প্রতিদিন একটি হোটেলের সামনে ২০-২৫টি ট্রাক মহাসড়কে পার্কিং করে রাখা হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম পার্কিংয়ের কারণে সৃষ্ট সমস্যার বিষয়ে চালকদের সঙ্গে আলোচনা করতে গেলে, একটি কাভার্ডভ্যানের চালক সংকেত অমান্য করে পুলিশ সদস্যদের চাপা দিতে চেষ্টা করে। গাড়ি থেকে দ্রুত সরে গেলে সামনে থাকা হাইওয়ে পুলিশের অপর টিম গাড়িটি থামায়। এরপর কাভার্ডভ্যানসহ অন্যান্য ট্রাক চালক-হেলপাররা পুলিশের টিএসআই জাহিদুল ইসলামের ওপর হামলা চালায়, তিনি আহত হন। পরে মারুফকে ট্রাকসহ আটক করা হয়, কিন্তু অন্যরা পালিয়ে যায়।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মঞ্জুর মোর্শেদ জানান, ট্রাকসহ হেলপারকে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, বিষয়টি ফেসবুক থেকে জেনেছেন। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।