ট্রাম্পের ‘টুইটারে’ প্রথম পোস্ট

ট্রাম্পের টুইটার

আন্তর্জাতিক ডেস্ক : টুইটার আর ফেসবুকে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চিরতরে নিষিদ্ধ হওয়ার পর নিজেই চালু করেছেন ‘ট্রুথ মিডিয়া’ নামে নতুন এক যোগাযোগ মাধ্যম। ট্রাম্পের ট্রুথ মিডিয়ায় করা প্রথম পোস্টের স্ক্রিনশট তাঁর ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সম্প্রতি টুইটারে শেয়ারও করেছেন। মজার বিষয়, ট্রুথ মিডিয়ার ইন্টারফেস দেখে সবাই সেটাকে বলছেন টুইটারের কপি।

ট্রাম্পের টুইটার

দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প আর তাঁর ভক্তরা অদ্ভুত সব মতবাদ আর মনগড়া সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আসছেন।

শেষ পর্যন্ত ২০২১ সালের শুরুতে ট্রাম্পপন্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটোলে হামলা চালালে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিষিদ্ধ করতে শুরু করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় ইন্টারপোল প্রধান

‘ট্রুথ মিডিয়া’কে নিজেদের মতামত প্রকাশের প্ল্যাটফর্ম হিসেবে গড়েছেন ট্রাম্পপন্থীরা। তাদের কারিগরি সহযোগিতা করছে ভিডিও শেয়ারিং সেবা ‘রাম্বল’। ট্রাম্প বলেছিলেন ‘ট্রুথ মিডিয়া’ হবে বাকি সব সামাজিক নেটওয়ার্কের থেকে আলাদা, অথচ শেষ পর্যন্ত সেটা টুইটারের কপিতেই পরিণত হয়েছে।