Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মাদাম তুসো জাদুঘরের ডাস্টবিনে স্থান হলো ডোনাল্ড ট্রাম্পের! জানা যাচ্ছে, বার্লিনে অবস্থিত এই মিউজিয়ামের একটি শাখা থেকে ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে ট্রাম্পের ‘মোম মূর্তি’। শুক্রবার একটি ডাস্টবিনে করেই বের করে নিয়ে আসা হয় এই মূর্তি।
জাদুঘরটিতে রাখা রয়েছে বিশ্বের বিখ্যাত সব ব্যক্তিত্ব থেকে শুরু করে তারকা এবং খেলোয়াড়দের মোমের মূর্তি।
সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্টের হার নিশ্চিত বুঝেই তার মূর্তি সরিয়ে ফেলা হয়েছে। ওই মিউজিয়ামের মার্কেটিং ম্যানেজার অর্কিদ ইয়ালসিনডাগ জানান, আগাম প্রস্তুতি হিসেবেই মূর্তিটি সরিয়ে নেয়া হয়েছে।
৩ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে মার্কিন নির্বাচন। আগাম জরিপে সুস্পষ্ট ব্যবধানে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। ২০১৬ সালের মতো জরিপ ভুল প্রমাণিত না হলে ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে ফিরতে পারছেন না এটা অনেকটা সুস্পষ্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।