জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয় । আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও অন্ধেষা প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়।
এ সভায় ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক মনিরা আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক আরিফুর রহমান অপু। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা যুগ্ম আহ্বায়ক ইকলিমা খাতুন, পঞ্চগড় জেলা আহ্বায়ক শাহাজান আলী,সিন্দাগর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল রায় ও পীরগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমনোরঞ্জন রায় ।
মতবিনিময় সভায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আগামী দিনের কার্যক্রম ও করোনা পরিস্থিতিতে প্রতিষ্ঠান পরিচালনার বিষযে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।