ঠোঁটের যত্নে সানস্ক্রিনসমৃদ্ধ লিপবাম কেন গুরুত্বপূর্ণ?

ঠোঁটের লিপবাম

গত কয়েক বছরে ত্বকের যত্নে বেড়েছে কিছু প্রসাধনী ব্যবহারের জনপ্রিয়তা। এসপিএফ বা সানস্ক্রিন রয়েছে সে তালিকায়। ত্বকের পাশাপাশি ঠোঁটের যত্নেও এটি হয়ে উঠেছে অপরিহার্য। সম্প্রতি একটি সৌন্দর্যবিষয়ক গবেষণায় দেখা গেছে, ৬০ শতাংশের বেশি সানস্ক্রিন ব্যবহারকারী ঠোঁটে কখনোই সানস্ক্রিন লিপবাম ব্যবহার করেননি। যদিও ঠোঁটে সানস্ক্রিন লিপবাম পরার আছে বহু উপকার। ত্বককে রক্ষা করতে সরাসরি সানস্ক্রিন লোশন ব্যবহার করা হয়। আর ঠোঁটের জন্য দরকার সানস্ক্রিন–সমৃদ্ধ লিপবাম।

ঠোঁটের লিপবাম

ঠোঁটে কেন দরকার এসপিএফ লিপবাম

ঠোঁটের যত্ন নেওয়ার একটি সহজ ও কার্যকর উপায় হলো লিপবামের ব্যবহার। কিন্তু এখন শুধু লিপবামে ঠোঁটকে পুরোপুরি সুরক্ষা দেওয়া সম্ভব নয়। সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব কমায় সানস্ক্রিন। এসপিএফ-৩০ ক্ষতিকর রশ্মি থেকে ৯৭ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। ঠোঁটের প্রয়োজন বুঝে এসপিএফ ১৫–৩০ লিপবাম ব্যবহার করা যাবে। ঠোঁটের ত্বক অনেক বেশি পাতলা বলে সানস্ক্রিন লিপবামের বিকল্প নেই।

কতটুকু দরকার

প্রসাধনী ব্যবহারের আছে নিদিষ্ট নিয়ম ও পরিমাণ। সানস্ক্রিন লিপবাম ক্ষতিকর রশ্মি, দূষণ, রোদে পোড়া থেকে সুরক্ষা দেয়, তবে ব্যবহার করতে হবে পরিমাণমতো। দিনের শুরুতে লিপবাম ব্যবহার করতে হবে কিছুটা বেশি পরিমাণে, যেন ঠোঁটের শুষ্কতা কমে আর ঠোঁট নরম হয়। কিন্তু একবার ব্যবহার করেই সারা দিন সুরক্ষা পাওয়া যাবে না। নিয়ম অনুযায়ী ৪০ মিনিট পরপর ঠোঁটে লিপবাম ব্যবহার করা উচিত। শুরুতে পরিমাণে একটু বেশি লাগলেও পরবর্তীতে পরিমাণ কিছুটা কমতে পারে। পানিপ্রতিরোধক লিপবাম ব্যবহার করাই বেশি উপকারী।

আছে এসপিএফ লিপগ্লস

লিপবাম মূলত ঠোঁটকে সুরক্ষা দেয় কিন্তু ঠোঁটের রং থাকে অনেকটাই প্রাকৃতিক। তাই এসপিএফ–সমৃদ্ধ লিপগ্লস ব্যবহার করা যাবে। এতে লিপস্টিকের কাজও হবে আবার সুরক্ষাও পাওয়া যাবে।

এসপিএফ লিপবামে কী থাকবে

এসপিএফ লিপবামে তিন ধরনের উপাদান থাকা দরকার। এর মধ্যে রয়েছে ময়েশ্চারাইজিং উপাদান, প্রয়োজনমতো এসপিএফ ও সুরক্ষা দেওয়ার উপাদান।

ময়েশ্চারাইজিং উপাদান

ভালো মানের লিপবামে ভারী তেল ও কয়েকটি উপাদান থাকবে। জাজোবা তেল, গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড, শিয়া বাটার, ভিটামিন ই লিপবামে গাঢ় ঘনত্ব দেয়। এতে লিপবাম দীর্ঘ সময়ে ঠোঁটে থাকে ও সুরক্ষা দেয়।

এসপিএফ

সুরক্ষার জন্য সব থেকে বেশি দরকার এসপিএফ। বিশেষজ্ঞরা নূন্যতম ৩০ এসপিএফ লিপবাম ব্যবহারের পরামর্শ দেন। তবে প্রয়োজন বুঝে এসপিএফ ৫০–ও ব্যবহার করা যায়, যা ৯৮ শতাংশ পর্যন্ত ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেয়।