সন্তানের মুখ দেখার দাওয়াতে যেয়ে লিঙ্গ হারালেন এক হতভাগা। শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ সদরে। এ ঘটনায় তালাকপ্রাপ্ত স্ত্রী নাজমুন নাহার, শ্বশুর সিদ্দিক মিয়া ও শাশুড়ি আয়েশা গেডুনী নামে ৩ জনকে আটক করেছে পুলিশ। লিঙ্গ হারানো আবুল বাশার (২৮) এখন মুর্মূষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে।
দ্ওায়াত পেয়ে বাড়িতে আসার এক পর্যায়ে বাবা মায়ের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে আবুল বাশারের পুরুষাঙ্গ কর্তন করেন প্রাক্তন স্ত্রী, এমন অভিযোগ করছেন ভুক্তভোগীর পরিবার। আহত স্বামী আবুল বাশার স্থানীয়দের সাহায্যে উদ্ধার হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত ডাক্তার। পুরুষাঙ্গ কর্তনের ফলে আবুল বাশারের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার ভাই আব্দুর রহমান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হচ্ছে বলে জানান তিনি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, পুরুষাঙ্গ কর্তনের একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে করা হয়েছে আটক। আহত আবুল বাশার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সিলেট ওসমানী হাসপাতালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।