জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ৩০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৩০৬ জন।
সরকারি পরিসংখ্যান অনুসারে, মশাবাহিত এ রোগে ২০১৯ সালে ১৭৯ জন মারা যান।
এদিকে, রাজধানীতে ১০ মে থেকে মশা নিধন অভিযান শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত ১৪ মে দেশের সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোকে করোনা ও ডেঙ্গু মোকাবিলার জন্য ৩০.৬৩ কোটি টাকা বরাদ্দ দেয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন গত ১১ মে থেকে ফ্রি ডেঙ্গু পরীক্ষা শুরু করেছে।
বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, বসন্তের শুরুর দিনগুলোতে এডিস মশার উপস্থিতি খুব বেশি হওয়ায় রাজধানীতে এ বছর ডেঙ্গুর আরও মারাত্মক প্রকোপ হতে পারে।
স্বাস্থ্যসেবা অধিদফতরে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল সাম্প্রতিক দুটি জরিপে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে আশঙ্কাজনক পর্যায়ে এডিস মশার লার্ভা পেয়েছে। সূত্র : ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।