জুমবাংলা ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র ফিরোজ কবীর স্বাধীনের (২৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফিরোজ ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু হলে। তার বাড়ি ঠাকুরগাঁও। বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিরোজের বন্ধু তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ফিরোজ গত এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালে। তবে তাকে আর বাঁচানো যায়নি।
এর আগে, রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ডা. তানিয়া সুলতানা (২৮) নামে আরো এক নারী চিকিৎসক মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১০টায় ধানমন্ডিতে বেসরকারি আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ৯ হাজার ৬৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে চলতি মাসে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত ৭ হাজার ৫১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ৩৯০ জন আক্রান্ত হয়েছে। তবে ঢাকার বাইরে আরও ৫১ জন আক্রান্ত হলেও তাদের নাম স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় নেই।
সরকারি হিসেবে এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জন চিকিৎসক ও এক জন নার্সসহ ১১ জন মারা গেছেন। এর আগে রাজধানীর উত্তরায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে ডা. নিগার নাহিদ দিপু নামে একজন নারী চিকিত্সক ও গত কয়েক দিন আগে হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন হাজরা মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।