ডা. মো. আজিজুর রহমান : ডেঙ্গুর ভাইরাসবাহী মশা কামড়ানোর চার থেকে সাত দিন পর উপসর্গ দেখা দেয়। জ্বরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে। জ্বর ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে।
ডেঙ্গুর উপসর্গ
জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা, হাড়, হাড়ের জোড় ও পেশিতে তীব্র ব্যথা, বমি ভাব, শরীরে ফুসকুড়ি দেখা দেয়া এবং চোখের পেছনে ব্যথা হতে পারে।
জ্বর ১০২-এর নিচে থাকলে ৬ ঘণ্টা পর পর প্যারাসিটামল খেতে হবে। আর ১০২-এর ওপরে গেলে প্যারাসিটামল সাপোজিটরি দেন। প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ব্যথার ওষুধ খাবেন না। কারণ ব্যথার মেডিসিন খেলে রক্তক্ষরণ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।
কী খাবেন
জ্বর এলে সাধারণত খাওয়ার রুচি থাকে না। এ সময় পুষ্টিসমৃদ্ধ ও প্রোটিন জাতীয় খাবারও খেতে হবে। বেশি করে ডাবের পানি, ওরস্যালাইন, ফলের জুস খেতে হবে।
ডেঙ্গু সারতে কতদিন লাগে
এক থেকে দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গু সেরে যায়। কিছু রোগীর ক্ষেত্রে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে মৃত্যুঝুঁকি থাকে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
লেখক : বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশান সেন্টার, লালবাগ, ঢাকা।
সূত্র : যুগান্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।