সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমান পর্যন্ত বিএনপি এ আসনে প্রার্থী ঘোষণা করেনি।
গতকাল বুধবার (৫ নভেম্বর) ড. রেজা কিবরিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আমি ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছি এবং প্রাথমিক সদস্যপদ ফরমও পূরণ করেছি। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। অবশ্যই আমি ধানের শীষ প্রতীকে আমার নিজ এলাকায় নির্বাচন করব। ২০১৮ সালেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলাম।”
যদিও বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, এই বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না।
ড. রেজা কিবরিয়ার রাজনৈতিক পথচলা শুরু হয় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, যখন তিনি গণফোরামে যোগ দিয়ে পরবর্তীতে দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পর তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।
কিন্তু এর কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান। এরপর গণঅধিকার পরিষদ বিভক্ত হলে তিনি আমজনতার দল নামে নতুন রাজনৈতিক সংগঠন গঠন করে আহ্বায়ক হন।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে তিনি রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না এবং কোনো দলের সঙ্গে সরাসরি সম্পৃক্তও ছিলেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



