জুমবাংলা ডেস্ক : অবিভক্ত ঢাকা সিটি করপোরেশেনের সাবেক মেয়র ও বিএনপি ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা মরদেহ নিয়ে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে পরিবার।
বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশে সময় সকল ১০টা ২০ মিনিটে নিউ ইয়র্ক ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তার মরদেহ নিয়ে আসা হচ্ছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চত করেছে বিএনপির মিডিয়া উইং শায়রুল কবির খান।
মরদেহের সঙ্গে রয়েছেন তার পরিবারের সদস্যগণ ছাড়াও আব্দুস সালাম চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছবেন।
সাদেক হোসেন খোকার শ্যালক শফিউল আলম আজম খান জানান, পরিবারের পক্ষ থেকে তার মরদেহ ঢাকায় আনা হচ্ছে। খোকার ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, সোমবার বাংলাদেশ সময় বেলা ১টা ৫০ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে) নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।