স্পোর্টস ডেস্ক: আজ ঢাকায় ফিরেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব থেকে ছিটকে পড়া মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে একটি ই-মেইলে মিরাজ লিখেছেন, অসুস্থ মায়ের সাথে থাকতে এবারের বিপিএলের এই আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু মিরাজ যেটাই লিখুক না কেন, তার ঢাকায় ফেরার ইস্যুটির মধ্যে অন্য কিছু আছে বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে নাটকীয়ভাবে মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। ঐ ম্যাচে মিরাজের পরিবর্তে টস করতে এসে নাঈম ইসলাম বলেন, মিরাজ তার খেলায় মনোযোগ দিতেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন।
চট্টগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছিলো কাউন্টি দল লিস্টারশায়ারে যোগ দিতে গতকাল লন্ডন ফিরে যাওয়া কোচ পল নিক্সনের পরামর্শেই নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।
তবে জানা গেছে, মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক। এতে নিক্সনের কোন হাত ছিলো না।
মিরাজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, মায়ের অসুস্থতার কারণে ঢাকায় ফিরবেন।
জাতীয় বার্তা সংস্থা বাসসকে মিরাজ বলেন, ‘আমি ইতোমধ্যেই বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে ই-মেইল করে জানিয়েছি, আমি আমার মায়ের চিকিৎসার জন্য ঢাকায় ফিরছি।
তবে অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ক্ষোভ গোপন করেননি মিরাজ। তিনি বলেন, ‘এটা খুব বিব্রতকর ছিলো। আমার নেতৃত্বে দল ভালো করছিলো, তারপরও কেন তারা আমাকে সরিয়ে দিল তা আমি জানি না। এমনকি টিম ম্যানেজমেন্ট ও কোচও খুশি ছিলো।’
বিপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম। মিরাজের নেতৃত্বে চার ম্যাচে দু’টিতে জয় ও দু’টিতে হারে তারা।
দল হিসেবে ভালো করলেও, কিছু কৌশলগত কারনে মিরাজের সাথে টিম ম্যানেজমেন্টের পার্থক্য তৈরি হয়েছিলো বলে মনে করা হয়। ইংলিশ ওপেনার উইল জ্যাকসকে সরিয়ে ইনিংস ওপেন করতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু তাতে রাজি ছিলনা টিম ম্যানেজমেন্ট ।
শেষ পাঁচ ম্যাচে দারুন বল করেছেন মিরাজ। তবে প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি তিনি।
টিম ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত স্বীকার করেছেন, মিরাজ ও টিম ম্যানেজমেন্ট মধ্যে কিছু সমস্যা ছিল।
তিনি সাংবাদিকদের জানান, মিরাজকে বোঝাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ম্যানেজার বলেন, ‘সে যদি সত্যিই দল ছেড়ে চলে যায় তবে খুব খারাপ হবে। কারণ বিপিএলের ইতিহাসে এমন কোন ঘটনা ঘটেনি যে, টুর্নামেন্টের মাঝেই একজন খেলোয়াড় দল ছাড়বেন।’
তিনি জানান, টিম ম্যানেজমেন্টের সাথে সমস্যা থাকলেও পারিবারিক কারণেই ঢাকা যাচ্ছেন মিরাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।