Advertisement
স্পোর্টস ডেস্ক : আসন্ন বিপিএল টি-টোয়েন্টিতে দল পরিবর্তন করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকা ডায়নামাইটসের সঙ্গে আর নেই তারকা অলরাউন্ডার। নাম লেখাতে যাচ্ছেন রংপুর রাইডার্সে। ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলের সপ্তম আসরে নতুন ঠিকানার হয়ে মাঠে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। এ ব্যাপারে শীঘ্রই আসছে আনুষ্ঠানিক ঘোষণা।
গত তিন মৌসুম ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলেছিলেন সাকিব। এর মধ্যে সবশেষ দুই মৌসুমে দলকে করেছেন রানার্স-আপ। ২০১৬ সালের আসরে জিতিয়েছেন শিরোপা।
আসছে আসরের জন্য ঢাকা ডায়নামাইটস এরই মধ্যে দলে টেনেছে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইয়ন মর্গানকে। কিন্তু ছেড়ে দিল সাকিবকে। বিশ্বকাপ মাতিয়ে আসা তারকা এই ক্রিকেটারকে লুফে নিতে ভুল করল না রংপুর রাইডার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।