জুমবাংলা ডেস্ক : সোমবা (১৫ জুলাই) বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল।
এ সময়ে ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগ এবং কোটা আন্দোলনকারীরা। এই সুযোগে ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালায় ছাত্রদল।
প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে হামলার প্রস্তুতি নেন। গতরাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে বৈঠকে বসে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদল।
বৈঠকে শহীদুল্লাহ হলকে টার্গেট করে আক্রমণের সিদ্ধান্ত হয়।
পূর্বপরিকল্পনা অনুযায়ী আজ দুপুর থেকে শাহবাগ ও টিএসসি এসে জড়ো হয় ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে আসা ছাত্রদলের ক্যাডার বাহিনী। তারা কোটা আন্দোলনকারীদের মধ্যে অনুপ্রবেশ করে দুপুর চারটায় আক্রমণ চালায় শহীদুল্লাহ্ হলে। ছাত্রলীগের কর্মীরা প্রতিরোধ করলেও ছাত্রদলের ক্যাডারদের দেশীয় অস্ত্রের সামনে তারা টিকতে পারেনি।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ মাধ্যম বিষয়ক উপ-সম্পাদক হামজা রহমান অন্তর এসময় গুরুতর আহত হন।
ছাত্রদলের প্রায় তিন হাজার ক্যাডার এ সময়ে হল আঙিনায় ঢুকে পড়ে।
ছাত্রদলের ক্যাডাররা এ সময়ে হলে ঢুকে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম ভাঙচুর শুরু করে। তারা হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের রুম ভেঙে তছনছ করে দেয়। পরবর্তীতে তারা হলের ছাদে অবস্থান নেয় এবং সাধারণ ছাত্রদের উত্তেজিত করতে থাকে।
হলের গেইটের বাইরে পুলিশ জড়ো হয়েছে। হলের বাইরে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদলের ক্যাডাররা শহীদুল্লাহ হলের ছাদে অবস্থান করছে। এখনো হল তারা দখলে রেখেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ ছাত্ররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।