
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপনের আবেদন নিয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) শুরু হয়েছে আপিল শুনানির সপ্তম দিন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
এর আগে জামায়াতও তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জমা দিয়ে শুনানি সম্পন্ন করেছে। ওই সময় দলের আইনজীবী শিশির মনির বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে নির্বাচনের আয়োজন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে।”
আরেক আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, “সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হওয়ার সঠিক সময় সর্বোচ্চ আদালত নির্ধারণ করবে।”
গত ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে এবং আপিলের অনুমতিও দেন। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এবং অন্যান্য আবেদনকারীরা আপিল করেন।
উল্লেখ্য, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে।
বিএনপি মনোনয়ন তালিকায় নাম নেই রুমিন ফারহানার, জানালেন নিজের অবস্থান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



