জুমবাংলা ডেস্ক : ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার আসামিরা তর্জনী উঁচিয়ে হাসিমুখে আদালতের ভেতর প্রবেশ করে। প্রিজন ভ্যান থেকে নেমে আদালতে প্রবেশ করার সময় ৮ জঙ্গিকে খুবই আত্মবিশ্বাসী দেখা গেছে। তাদের চোখেমুখে নারকীয় হ’ত্যাকাণ্ডের রায় ঘোষণা নিয়ে কোনো ধরনের আতঙ্ক দেখা যায়নি। জঙ্গিদের মধ্যে একজনের পায়ে সমস্যা থাকায় সে ক্রাচে ভর করে আদালতে প্রবেশ করে।
বুধবার সকাল ১০টা ২০ মিনিটে আসামিদের প্রিজন ভ্যানে করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজত খানায় আনা হয়।
ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে বেলা ১২টা নাগাদ রায় ঘোষণা করা হতে পারেন।
আসামিরা হলেন- রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, রাকিবুল হাসান রিগ্যান, হাতকাটা সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাশেদ ইসলাম ওরফে আবু জাররা ওরফে র্যাশ, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশীদ ওরফে রিপন।
রায়ের আগে চার্জশিটের ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেছে ট্রাইব্যুনাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।