স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের এক উজ্বল নক্ষত্র।সম্প্রতি তামিমকে নিয়ে নানা খবরের মাঝে নতুন খবর দিলেন বিসিবি বস পাপন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার (২২ জানুয়ারি) জানিয়েছিলেন, তামিম ইকবাল আর টি-টোয়েন্টি খেলতে চান না। এ প্রসঙ্গে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন রবিবার (২৩ জানুয়ারি) বলেন, কেউ খেলতে না চাইলে তো তাকে চাপ দেওয়া যাবে না। এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার।
বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশালের কোচ সুজন। তার দল অনুশীলন করছে মিরপুরে। সেখানে সংবাদমাধ্যমকে তামিম প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ যদি না চায় তাকে তো চাপ দেওয়া যাবে না। ক্রিকেট তো বসে থাকবে না, সামনে এগিয়ে যেতে হবে। তামিমের সিদ্ধান্তে একটু তো অবাক হয়েছিই। নিউজিল্যান্ড যাওয়ার আগেও আমি তামিমের সঙ্গে কথা বলেছিলাম যে কেন খেলবি না বা কারণ কি। তখন এতো কথা হয়নি। আমি বলেছিলাম আমি ফিরে আসি আগে। তারপর কথা বলব। তার সঙ্গে কথাও হয়নি, তার আগেই পাপন ভাই অলরেডি বলে দিয়েছেন, তামিম পাপন ভাইকে বলেছে।’
সুজন যোগ করেন, ‘এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। ওর আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান কেউ রেডি আছে তা না। তার পরও এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে তো চাপ দেয়া যাবে না। আমাদের সামনে এগোতেই হবে। ক্রিকেট তো বসে থাকবে না।’
বাংলাদেশের জার্সিতে বহু দিন ধরে টি-টোয়েন্টি খেলছেন না তামিম। গেল বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেননি তামিম। ইনজুরির কারণে তাকে ছাড়াই বিশ্বকাপে খেলতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। অবশ্য প্রত্যাশা অনুযায়ী সাফল্যও পায়নি টিম বাংলাদেশ।
তামিমের ব্যাপারে শনিবার পাপন বলেনছিলেন, তামিম নাকি তাকে জানিয়েছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলবেন না। তবে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের হয়ে খেলতে চান তিন ফরম্যাটেই। সাকিবের পরিবার থাকে যুক্তরাষ্ট্রে। আর সাকিব যাযাবরের মতো এদেশ থেকে ওদেশে ঘুরে জাতীয় দলের হয়ে খেলছেন। করোনার জন্য প্রায় সব সিরিজই অনুষ্ঠিত হচ্ছে বায়োবাবলে। যার জন্য প্রতিটি সিরিজে দৈর্ঘ্য আগের চেয়ে বড় হচ্ছে।
সাকিব নিষেধাজ্ঞা থেকে ফেরার পর বাংলাদেশ দল খেলেছে ৮টি টেস্ট। এর মধ্যে মাত্র তিনটিতে ছিলেন এই অলরাউন্ডার। ইনজুরির জন্য মিস করেছেন দুটি ম্যাচ। পাপন তার সম্পর্কে বলেন, ‘বিসিবি বস বলেন, সাকিব তাকে এখন থেকে সব ফরম্যাটে নিয়মিত খেলার ব্যাপারে আশ্বস্ত করেছেন। সীমিত ওভারের দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টেও সে নিয়মিত খেলবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।