স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসে শ্রীলঙ্কার কাছে হেরে গেলো বাংলাদেশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লঙ্কানরা।
প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিলো, বাংলাদেশে হেরে যায় ২৬-২৮ পয়েন্টে। দ্বিতীয় সেটে বাংলাদেশের হার ২০-২৫ পয়েন্টে। তৃতীয় সেটও একই ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
ফাইনালের প্রথম সেটে পুরো পেন্ডুলামের মতো দুলছিল। একবার লিড নেয় বাংলাদেশ, আরেকবার সফরকারী শ্রীলঙ্কা। একাধিকবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২৮-২৬ পয়েন্টে সেটে পরাজিত হয় বাংলাদেশ।
দ্বিতীয় সেটে খুব বেশি প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি দেশের ছেলেরা। ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারায় শ্রীলঙ্কা। এই সেটে অধিকাংশ সময় লিডে ছিল তারা। সর্বশেষ ১৮-১৮ পয়েন্টে সমতা এনেছিল বাংলাদেশ।
তৃতীয় সেট ছিল বাংলাদেশের জন্য বাঁচা মরার। তৃতীয় সেটে ১৬ পয়েন্ট পর্যন্ত লিডে ছিলেন হরশিত-জাবিররা। তবে ১৭ পয়েন্টে প্রথম লিড নেয় শ্রীলঙ্কা। এরপর ক্রমান্বয়ে ম্যাচে দূরত্ব বাড়াতে থাকে তারা। শেষ পর্যন্ত তাদের কাছে ২৫-২০ পয়েন্টে তৃতীয় সেট হেরে যায় বাংলাদেশ।
এই টুর্নামেন্টে মেয়েদের বিভাগেও খেলা হয়েছে। তবে বাংলাদেশের মেয়েরা ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছে। প্রথম চার ম্যাচ হেরে বাংলাদেশের মেয়েরা শেষ ম্যাচে হারায় মালদ্বীপকে।
এ নিয়ে বাংলাদেশ তৃতীয়বারের মতো উঠেছিলো ফাইনালে। স্বাগতিকদের স্বপ্ন ছিলো, দ্বিতীয়বারের মতো ট্রফি হাতে নেওয়ার। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।