স্পোর্টস ডেস্ক: এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে সিরিয়াকে ২-০ গোলে পরাজিত করে টানা ১০ম বারের মতো বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।
মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে দ্বিতীয়ার্ধে কিম জিন-সু ও কুয়োন চ্যাং-হুনের গোলে গ্রুপ-এ’র তলানির দল সিরিয়ার বিপক্ষে এশিয়ান পরাশক্তিদের সহজ জয় নিশ্চিত হয়।
দুই ম্যাচ বাকি থাকতে তৃতীয় স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে ৩২ দলের বিশ্বকাপের ১৫তম দেশ হিসেবে কাতারের টিকিট পেয়েছে দক্ষিন কোরিয়া। এই গ্রুপ থেকে ইতোমধ্যেই কাতারের টিকিট কাটা ইরান ১-০ গোলে আরব আমিরাতকে পরাজিত করে এশিয়ান বাছাইপর্বের এ-গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে। গত সপ্তাহে ইরাককে ১-০ গোলে পরাজিত করে এশিয়ান বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে কাতারে খেলা নিশ্চিত করেছিল ইরান।
দুই গ্রপের শীর্ষ দুই দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জণ করবে। তৃতীয় স্থানে দল দুটি প্লে-অফ খেলার সুযোগ পাবে।
বি-গ্রুপে কাতার বিশ্বকাপের পথে বড় একধাপ পার করেছে জাপান। গ্রুপের শীর্ষে থাকা সৌদি আরবকে ২-০ গোলে পরাজিত করেছে জাপান। গতকাল জাপানের সাইতামায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেও ৩১ মিনিটে গোল করে চারবারের এশীয় চ্যাম্পিয়নদের এগিয়ে দেন লিভারপুলের ফরোয়ার্ড তাকুমি মিনামিনো। বিরতির পরপর স্বাগতিক দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জুনিয়া ইতো।
এ ম্যাচে হেরে গেলেও এখনো পর্যন্ত জাপানের সঙ্গে এক পয়েন্টের ব্যবধান নিয়ে বি-গ্রুপের শীর্ষেই রয়েছে সৌদি আরব। ম্যাচে নামার আগেই তারা জানতো জয় পেলে নিশ্চিত হয়ে যাবে কাতার বিশ্বকাপের আসন। কিন্তু জাপানের এই জয় তাদের সরাসরি বিশ্বকাপে খেলার পথকে কিছুটা কঠিন করে দিয়েছে। হাতে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ। শীর্ষ দুটি দল এই গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর এই দৌঁড়ে এখনো টিকে আছে গ্রুপের তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া। যদিও মঙ্গলবার তারা ওমানের সাথে মাস্কাটে ২-২ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট হারিয়েছে। ১৫ পয়েন্ট নিয়ে জাপানের থেকে তিন পয়েন্ট পিছিয়ে সকারুজরা এখনো গ্রুপের তৃতীয় স্থানেই রয়েছে।
মাস্কাটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে হেমি ম্যাকলানেরে পেনাল্টিতে অস্ট্রেলিয়া এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ওমানের হয়ে সমতা ফেরান আব্দুল্লাহ ফাওয়াজ। ম্যাচ শেষের ১৩ মিনিটে আগে এ্যারন মুই আবারো অস্ট্রেলিয়াকে লিড এনে দেন। ৮৯ মিনিটে স্পট কিক থেকে ফাওয়াজ ওমানকে এক পয়েন্ট উপহার দেন।
এর আগে গ্রুপ-বি’র প্রথম সাতটি ম্যাচেই পরাজিত হয়ে তলানিতে থাকা ভিয়েতনাম হ্যানয়তে চায়নাকে ৩-১ গোলে পরাজিত করে প্রথম পয়েন্ট পেয়েছে। এই পরাজয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নিল চায়না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।