স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৬১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ দল। আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয় পেলে সিরিজ নিশ্চিত।
তবে আজ ব্যাট করতে নেমে আফগানিস্তানের বোলারদের ঝাঁজটা বেশ ভালোভাবেই টের পাচ্ছে বাংলাদেশ দল। সিরিজ জয়ের মিশনে খেলতে নেমে শুরুটা যাচ্ছেতাই হলো টাইগারদের। দলীয় পঞ্চাশের আগেই সাজঘরে ফিরে গেছেন প্রথম চার ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে মাত্র ৪৭ রান। পরিস্থিতি সামাল দেওয়ার মিশনে উইকেটে রয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও ১০০তম টি-টোয়েন্টি খেলতে নামা মুশফিকুর রহিম।
তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার আউট হয়েছেন ১০ বলে ৪ রান করে। ফর্মে থাকা লিটন দাস আজকের ম্যাচের প্রথম ছক্কা হাঁকালেও ১০ বলে ১৩ রান করেই ফিরেছেন সাজঘরে।
লম্বা সময় উইকেটে থাকা আরেক ওপেনার নাইমের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ১৩ রান। অন্যদিকে অভিজ্ঞ সাকিব আল হাসান ১৫ বলে করতে পেরেছেন মাত্র ৯ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।